নিহত জুম্মন কুতুবপুর ইউনিয়নের দেলপাড়া রঘুনাথপুর এলাকার কাইয়ূমের ছেলে। তার বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক ও চুরিসহ অন্তত ৫টি মামলা রয়েছে।
শনিবার (১০ আগস্ট) দুপুরে উপজেলার কুতুবপুর ইউনিয়নের পূর্ব দেলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার একটি বাড়ির সামনে জুম্মন দাঁড়িয়ে ছিলেন। এ সময় একই এলাকার কালুর ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী মারুফ সাবল (লোহার ধারালো অস্ত্র) দিয়ে জুম্মনকে এলোপাতাড়ি পিটাতে থাকেন। মারুফের সঙ্গে যোগ দেয় আরও ৫/৭জন। এ সময় স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় জুম্মনকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, জুম্মনকে যারা হত্যা করেছেন তারা সবাই মাদক ব্যবসায়ী। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতাল মর্গে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৩৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এএটি