শনিবার (১০ আগস্ট) বিকেলে কোটালীপাড়া উপজেলার সিকিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তরিকুল শেখ একই উপজেলার চিত্রাপাড়া এলাকার সিদ্দিক শেখের ছেলে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বাংলানিউজকে জানান, তরিকুল মোটরসাইকেলে করে কোটালীপাড়া সদরে আসছিলেন। তিনি সিকিরবাজার এলাকায় পৌঁছালে খুলনা থেকে বরিশালগামী একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে ও পরে অবস্থার অবনতি হলে গোপালগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
এ ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাক জব্দ করেছে পুলিশ বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এনটি