ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

শেষ সময়ে জমে উঠেছে বরিশালের পশুর হাটের বেচা-বিক্রি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
শেষ সময়ে জমে উঠেছে বরিশালের পশুর হাটের বেচা-বিক্রি শেষ সময়ে জমে উঠেছে বরিশালের পশুর হাটের বেচা-বিক্রি। ছবি: বাংলানিউজ

বরিশাল: শেষ সময়ে জমে উঠেছে বরিশালের কোরবানির পশুর হাটগুলোর বেচা-বিক্রি। গত কয়েকদিন ধরে পশুরহাটগুলোতে ক্রেতাদের সমাগম থাকলেও তেমন একটা বেচা-বিক্রি হয়নি। তবে শনিবার (১০ আগস্ট) দুপুরের পর থেকে বেচা-বিক্রি শুরু হয়েছে বলে জানিয়েছেন বিক্রেতারা। আর হাটগুলোতে পর্যাপ্ত পশুর আমদানি থাকায় যাচাই-বাছাই করার সুযোগ বেড়েছে বলে জানিয়েছেন ক্রেতারা।

সোলাইমান নামে এক ক্রেতারা জানান, বিকেলে বরিশাল সদরের কাগাশুরা হাটে গিয়েছেন। সেখানে প্রচুর গরু আছে, তবে পছন্দ মতো দাম না পাওয়া গরু কিনতে পারেননি।

এখন এসেছেন চৌমাথা বাজার সংলগ্ন পশুর হাটে। এখানেও প্রচুর গরু রয়েছে। একটি গরু নিয়ে দামাদামি চলছে, চূড়ান্ত হলে নিয়ে যাবেন।

মারুফ নামের অপর ক্রেতা জানান, বরিশাল নগর ও আশপাশের হাটগুলো শুক্রবার ঘুরেছেন, শনিবার কসাইখানার হাট থেকে একটি গরু কিনেছেন।   মূলত গরুটি রোগা কিনা এবং সতর্ক থাকে কিনা তা দেখেই কিনেছেন। তবে হাটভেদে পশুর দাম কমবেশি আছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, বর্তমান বাজারে একটি গরু মানেই ৫০ হাজার টাকার ওপরে চিন্তা করতে হবে। আর ছাগল মানেই ১২-১৫ হাজার টাকার ওপরে।

আর বিক্রেতারা বলছেন, হাটে কোনো বিদেশি গরুর আমদানি নেই বললেই চলে, তেমনি কৃত্রিমভাবে মোটাতাজা গরুও নেই। তাই ক্রেতারা নিঃসন্দেহে গরু কিনতে পারছেন। আর দাম মূলত ওঠানামা করছে হাটের দূরত্ব, যাতায়াত ব্যয়ের ওপর নির্ভর করে।

বরিশাল নগরে ২টি স্থায়ী এবং ৪টি অস্থায়ীসহ পশুর হাট বসেছে ৬টি। এছাড়া জেলার ১০ উপজেলায় বসেছে স্থায়ী-অস্থায়ী ৬০টি পশুর হাট।  তবে নির্ধারিত এসব টের বাহির নগরের নবগ্রাম রোড, বটতলা এলাকা ছাড়াও বিভিন্ন উপজেলায় অবৈধভাবে ছোট-খাটো হাট বসানো হয়েছে।   যেখানে বেশিরভাগ পশুর মালিক কসাইরা।

বাংলা‌দেশ সময়: ২০৫০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।