শনিবার (১০ আগস্ট) দুপুরে মৌলভীবাজার পৌর শহরের শাহ মোস্তফা রোডের বেরির পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ফুল বেগম ওই এলাকার বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বাসার সামনে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিলেন ফুল বেগম। এসময় একটি অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। সিলেট যাওয়ার পথে তার মৃত্যু হয়।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় অটোরিকশাচালক মুজিবুর রহমানকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ২৩৪৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
আরবি/