শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় জিঞ্জিরাম নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
রাব্বি দেওয়ানগঞ্জ উপজেলার হাতীবান্ধা ইউনিয়নের চৌখারচর গ্রামের শেখ ফরিদের ছেলে ও রায়হান বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নের টালিয়াপাড়া গ্রামের কামরুল ইসলামের ছেলে।
হাতীবান্ধা ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আইয়ুব আলী বাংলানিউজকে জানান, সকাল থেকেই শিশু দু’টি নিখোঁজ ছিল। সন্ধ্যায় স্থানীয় এক যুবক জিঞ্জিরাম নদীতে জাল দিয়ে মাছ ধরার সময় মরদেহ দু’টি তার পায়ে লাগে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে।
বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
আরবি/