শনিবার (১০ আগস্ট) দিনগত রাত পৌনে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, রাতে শহরের আলাইপুর এলাকার ওয়াপদা কলোনীর পরিত্যক্ত কোয়ার্টারের দ্বিতল ভবনের একটি ঘরের ভেতর ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।
তিনি আরও জানান, ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতাবশত কেউ তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
আরবি/