ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

নাটোরে যুবকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
নাটোরে যুবকের মরদেহ উদ্ধার

নাটোর: নাটোর শহরের আলাইপুর এলাকার একটি পরিত্যক্ত সরকারি কোয়ার্টার থেকে অজ্ঞাতপরিচয় (২৭) এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

শনিবার (১০ আগস্ট) দিনগত রাত পৌনে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।  

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী জালাল উদ্দিন বাংলানিউজকে জানান, রাতে শহরের আলাইপুর এলাকার ওয়াপদা কলোনীর পরিত্যক্ত কোয়ার্টারের দ্বিতল ভবনের একটি ঘরের ভেতর ওই যুবকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

পরে পুলিশ ঘটনাস্থলে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়। একইসঙ্গে ঘটনাস্থল থেকে দুই জোড়া স্যান্ডেল, একটি লাঠি ও দড়ি উদ্ধার করা হয়েছে।  

তিনি আরও জানান, ওই যুবকের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতাবশত কেউ তাকে হত্যা করে ওই স্থানে ফেলে রেখে গেছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। বিষয়টি খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ০০২৬ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।