শনিবার (১১ আগস্ট) দিনগত রাত আড়াইটার দিকে আগুন লাগে।
ডিইপিজেড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসি। সুতার গোডাউন হওয়ায় আগুন খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট, সাভার ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ও মিরপুর থেকে জোন কমান্ডার একটি নিয়ে এসেছেন। মোট ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বাংলাদেশ সময়: ০৬৫৮ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
আরবি/