রোববার (১১ আগস্ট) সকাল ৬টার দিকে তিনি মারা যান। মৃত আমির হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের বাসিন্দা।
হাসপাতাল সূত্র জানায়, আমির হোসেন ঢাকা থাকা জ্বর নিয়ে শনিবার গ্রামের বাড়ি লক্ষ্মীপুর ফিরছিলেন। পথে তার শারীরিক অবস্থা খারাপ হয়ে গেলে প্রথমে তাকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকালে তিনি মারা যান।
নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সৈয়দ মহিউদ্দিন আবদুল আজিম বাংলানিউজকে জানান, আমির জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এখানে ডেঙ্গু পরীক্ষার আগেই তার মৃত্যু হয়। তবে বিষয়টি আমরা পরীক্ষা করে দেখবো তিনি কী কারণে মারা গেছেন।
বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এএটি