ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ রুয়েট ছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
সমুদ্রে গোসলে নেমে নিখোঁজ রুয়েট ছাত্রের মরদেহ উদ্ধার রুয়েট শিক্ষার্থী আরিফুল ইসলাম

কক্সবাজার: কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট সৈকতে গোসল করতে নেমে ভেসে যাওয়া রুয়েটের শিক্ষার্থী আরিফুল ইসলামের (২০) মরদেহ উদ্ধার করা হয়েছে।

রোববার (১১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে শহরের নাজিরারটেক সৈকত পয়েন্ট থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি মো. জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আরিফুল ইসলাম কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ার ছড়া এলাকার বাসিন্দা সৌদি প্রবাসী জাহাঙ্গীর আলমের ছেলে এবং রাজশাহী ইউনিভার্সিটি অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির (রুয়েট) কম্পিউটার সায়েন্সের ১৭তম ব্যাচের ছাত্র।

এর আগে শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে আরিফুল ইসলামসহ ৫ বন্ধু কক্সবাজার সমুদ্র সৈকতের বালিয়াড়িতে ফুটবল খেলে সমুদ্রে গোসল করতে নেমে সাগরে ভেসে যান। পরে আহমেদ কাদের, ইমরুল শাহেদ ও মোবাশ্বেরুল ইসলামকে লাইফগার্ডের কর্মীরা উদ্ধার করলেও রফিক মাহমুদ (২১) ও রুয়েটের ছাত্র আরিফুল ইসলাম (২০) নিখোঁজ হন।  

একইদিন বিকেল পৌনে ৫টার দিকে সমুদ্র সৈকতের ডায়াবেটিক পয়েন্টে ফায়ার সার্ভিসের ডুবুরিরা রফিক মাহমুদের মরদেহ উদ্ধার করে। আর ঘটনার প্রায় ২২ ঘণ্টা পর সোমবার সকাল সাড়ে ৮টার দিকে নিখোঁজ আরিফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এসবি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।