ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ সহায়তা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
কুড়িগ্রামে বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ সহায়তা বন্যাদুর্গত পরিবারের সদস্যদের মধ্যে ত্রাণ সহায়তা বিতরণ করছেন সংগঠনের নেতারা। ছবি: বাংলানিউজ

কুড়িগ্রাম: ঈদুল আজহা উপলক্ষে কুড়িগ্রামের বন্যাদুর্গতদের মধ্যে ত্রাণ সহায়তা দিয়েছে ঢাকাস্থ রংপুর বিভাগ সাংবাদিক সমিতি। 

রোববার (১১ আগস্ট) দুপুরে কুড়িগ্রাম প্রেসক্লাব, উলিপুর ও ভূরুঙ্গামারী উপজেলার দুই শতাধিক পরিবারের সদস্যদের মধ্যে এ ত্রাণ হিসেবে নগদ অর্থ বিতরণ করেন সংগঠনটির নেতারা। এ সময় প্রত্যেককে নগদ ৫শ’ টাকা করে মোট এক লাখ টাকা বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর বিভাগ সাংবাদিক সমিতির আহ্বায়ক মাকসুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম প্লাবন, সংগঠনের সদস্য আরিফুল ইসলাম আরিফ ও হাবিবুর রহমান রাজ, কুড়িগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পদক আতাউর রহমান বিপ্লব, ভূরুঙ্গামারী প্রেসক্লাবের সভাপতি আনোয়ারুল হক ও সাধারণ সম্পাদক এমদাদুল হক মন্টু প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এফইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।