সোমবার (১২ আগস্ট) ঢাকা উত্তর (ডিএনসিসি) ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায় এমন তথ্য।
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন মনজুর হোসেন বলেন, আমাদের এলাকার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ বর্জ্য সংগ্রহ করা হয়েছে।
এদিকে ডিএনসিসির ৮, ১৭ এবং ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলররা তাদের ওয়ার্ডের আবর্জনা প্রায় শতভাগ অপসারণ করে ফেলেছেন বলে দাবি করেছেন।
তবে এখন পর্যন্ত কি পরিমাণ বা কত শতাংশ বর্জ্য অপসারণ করা হয়েছে তার সঠিক হিসাব দিতে পারেননি ডিএসসিসির প্রধান বর্জ্য কর্মকর্তা এয়ার কমোডর জাহিদ হোসেন। বাংলানিউজকে তিনি বলেন, কাজ চলছে এবং রাতসহ কাল দিনের প্রথমার্ধেও কাজ চলবে। কী পরিমাণ বর্জ্য অপসারণ করা হয়েছে তা এখনই বলা যাচ্ছে না, কারণ যেসব যানবাহনে বর্জ্য অপসারিত হচ্ছে সেখানকার রেকর্ড রাখা হচ্ছে, কিন্তু এখনও সেগুলো কেন্দ্রীয় পর্যায় থেকে যোগ করা হয়নি। তবে আমরা নিশ্চয়তা দিতে পারি, মেয়রের (সাঈদ খোকন) পূর্ব ঘোষণা অনুযায়ী ২৪ ঘণ্টা অর্থ্যাৎ মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরের মধ্যেই আমাদের এলাকার সব বর্জ্য অপসারণ করা হবে।
এদিকে বর্জ্য অপসারণের অগ্রগতি নিয়ে মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে সাংবাদিকদের পৃথক ব্রিফ করবেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম এবং ডিএসসিসির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এসএইচএস/জেডএস