ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

মিজানুর রহমান শেলী মারা গেছেন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৭ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
মিজানুর রহমান শেলী মারা গেছেন

ঢাকা: সাবেক তথ্যমন্ত্রী, রাজনীতি বিশ্লেষক, রাষ্ট্রবিজ্ঞানী ও শিক্ষাবিদ ড. মিজানুর রহমান শেলী মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১২ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৬ বছর।

মিজানুর রহমান শেলীর নাতি মাহফুজ মিজান বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেলে তারা নানা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।

তিনি আরও জানান, রাজধানীর শমরিতা হাসপাতালের মরচুয়ারিতে সাবেক তথ্যমন্ত্রী মিজানুরের মরদেহ রাখা হবে। বিদেশে অবস্থানরত তার ছেলে দেশে ফেরার পর আজিমপুর কবরস্থানে মরদেহ দাফন করা হবে।

এর আগে, গত ২৫ জুন রাষ্ট্রবিজ্ঞানী, শিক্ষাবিদ ও সাহিত্যিক মিজানুর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি হন বলেও জানান মাহফুজ মিজান।

মিজানুর বেসরকারি গবেষণা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান সেন্টার ফর ডেভেলপমেন্ট রিসার্চ বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা সভাপতি এবং এশিয়ান অ্যাফেয়ার্স-এর সম্পাদক ছিলেন। তিনি বাংলাদেশ এবং পাকিস্তান উভয় দেশের সরকারি আমলা হিসেবে কাজ করেছেন।

বাংলাদেশ সময়: ২১০৭ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এইচএমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।