সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই উপজেলার চান্দাইকোনা এলাকার বাসিন্দা মিঠুন কুমার (৩২) ও বগুড়ার নন্দীগ্রাম এলাকার বাসিন্দা সাইদুর রহমান (৩৫)।
রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আহসান হাবীব বাংলানিউজকে বলেন, ভুইয়াগাঁতী থেকে মোটরসাইকেলে করে সাইদুর ও মিঠুন চান্দাইকোনার দিকে যাচ্ছিলেন। পথে তবারিপাড়া এলাকায় ঢাকাগামী এমকে পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় মোটরসাইকেল আরোহী মিঠুন এবং গুরুতর আহত হন সাইদুরসহ বাসের পাঁচ যাত্রী।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সাইদুরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এসআরএস