ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

৪ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৮

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
৪ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৮

ঢাকা: সিরাজগঞ্জ, মুন্সিগঞ্জ, দিনাজপুর ও খুলনায় সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এসব দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে আটজন। সোমবার (১২ আগস্ট) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব দুর্ঘটনা ঘটে।

বাংলানিউজের ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার তবারিপাড়া এলাকায় বাসচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। এতে আহত হয়েছেন পাঁচ বাসযাত্রী।

সন্ধ্যা ৭টার দিকে পাবনা-বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- একই উপজেলার চান্দাইকোনা এলাকার বাসিন্দা মিঠুন কুমার (৩২) ও বগুড়ার নন্দীগ্রাম এলাকার বাসিন্দা সাইদুর রহমান (৩৫)। তবে আহতদের নামপরিচয় জানা যায়নি।

রায়গঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আহসান হাবীব বাংলানিউজকে বলেন, ভুইয়াগাঁতী থেকে মোটরসাইকেলে করে সাইদুর ও মিঠুন চান্দাইকোনার দিকে যাচ্ছিলেন। পথে তবারিপাড়া এলাকায় ঢাকাগামী এমকে পরিবহনের যাত্রীবাহী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় মোটরসাইকেল আরোহী মিঠুন এবং গুরুতর আহত হন সাইদুরসহ বাসের পাঁচ যাত্রী।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় সাইদুরকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।

মুন্সিগঞ্জ: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশে পৃথক সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছেন। বিকেলে ভাটেরচর ও রাতে ভবেরচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ফিরোজ বাংলানিউজকে জানান, বিকেলে ভাটেরচর এলাকায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কায় আবু তাহের (৭৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এছাড়া রাতে ভবেরচর এলাকায় গাড়িচাপায় এক নারী নিহত হন।

নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। ঘাতক গাড়ি দু’টি পালিয়ে যাওয়ায় শনাক্ত করা যায়নি

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছে। সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বেকিপুল এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহতরা হলো- একই উপজেলার উত্তর আলোকডিহি গ্রামের সৌমিত ইসলাম (১৭) ও আসাদুল ইসলাম (১৬)।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কমর্কর্তা(ওসি) হারেসুল ইসলাম বাংলানিউজকে জানান, সন্ধ্যায় চিরিরবন্দর থেকে মোটরসাইকেলে করে দিনাজপুর যাচ্ছিল ওই দুই কিশোর। পথে বেকিপুল এলাকায় একটি মাইক্রোবাসের সঙ্গে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সৌমিত এবং হাসপাতালে নেওয়ার পথে আসাদুলের মৃত্যু হয়।  

এ ঘটনায় থানায় অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

খুলনা: খুলনার পাইকগাছায় মোটরসাইকেল নিয়ে প্রতিযোগিতা করতে গিয়ে দুর্ঘটনায় সায়েক নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছে আরও তিনজন। বেলা সাড়ে ১১টার দিকে পাইকগাছার শিববাটি ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, কয়েকজন বন্ধু মিলে দ্রুতগতিতে মোটরসাইকেলের প্রতিযোগিতা করছিল। মোটরসাইকেলগুলো শিববাটি ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অন্য মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সায়েক, নাহিষ, আকাশ ও শংকর মণ্ডল নামে তিন যুবক মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে রাস্তার ওপর। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক সায়েককে মৃত ঘোষণা করেন। আহত অপর তিন জনের মধ্যে দু’জনের অবস্থায় আশঙ্কাজনক হওয়ায় তারা উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিক্যাল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন।

বাংলাদেশ সময়: ২১৩৫ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এসআরএস                          

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।