সোমবার (১২ আগস্ট) রাতে ভোলা-ভেদুরিয়া মহাসড়কের ধানসিঁড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত তাহের পশ্চিম ইলিশা এলাকার বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে বাড়ি থেকে বের হয়ে আবু তাহের ধানসিঁড়ি এলাকার রাস্তা পার হচ্ছিলেন। এ সময় ভোলাগামী একটি যাত্রীবাহী অটোরিকশা তাকে ধাক্কা দিয়ে দ্রুত চলে যায়। এতে তাহেরের মাথায় গুরুতর আঘাত লাগে ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছগির মিয়া জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এসএইচ