হাসপাতালের মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের পাটোয়ারী বাংলানিউজকে জানান, গত এক মাসে সদর হাসাপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগী এসেছে ২৫৭ জন। এর মধ্যে উন্নত চিকিৎসার জন্য অনত্র স্থানান্তর করা হয়েছে ৩৪ জনকে, চিকিৎসা নিয়েছে ১৫০ জন।
ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক সিকিৎসক ডা. নাজমুল হক শাম্মী বলেন, ঈদের দিনে হাসপাতালের চিকিৎসক-নার্সরা ছুটি না কাটিয়ে সার্বক্ষণিক সেবা দিয়ে গেছেন।
এদিকে ফেনীর সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জমান জানিয়েছেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ফেনীর সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনীয় ডায়াগনস্টিক সামগ্রী বাড়ানোর প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ০০৩৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
এসএইচডি/এসএইচ