সোমবার (১২ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে নোয়াখালী সদর হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শিশু পরশ উপজেলার চর জাঙ্গালিয়া দাসপাড়া এলাকার কামরুজ্জামানের ছেলে।
পরশের মামা জসিম উদ্দিন জানান, শনিবার (১০ আগস্ট) পরশের জ্বর হয়। তাকে নেওয়া হয় লক্ষ্মীপুর শহরের একটি প্রাইভেট ক্লিনিকে। পরীক্ষা-নিরীক্ষা শেষে ডেঙ্গু জ্বরে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করে চিকিৎসকরা। রোববার অবস্থার অবনতিতে আক্রান্ত শিশুকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। রাতে নোয়াখালীতে নেওয়ার পথে পরশের মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এসআর/এসএইচ