ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

কমলনগরের মুক্তিযোদ্ধা শহিদ উদ্দিন আর নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
কমলনগরের মুক্তিযোদ্ধা শহিদ উদ্দিন আর নেই

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক ডেপুটি কমান্ডার শহিদ উদ্দিন (৬০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)।

সোমবার (১২ আগস্ট) দিনগত রাত সাড়ে ১২টার দিকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার চর জাঙ্গালীয়া গ্রামের মতিউর রহমান মিয়া বাড়ির পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হবে।

তার মৃত্যুতে বিকল্পধারার মহাসচিব স্থানীয় সংসদ সদস্য মেজর (অব.) আবদুল মান্নান, সাবেক সংসদ সদস্য আশরাফ উদ্দিন নিজান, আবদুল্লাহ আল মামুন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমতিয়াজ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন মাস্টার ও হাজিরহাট ইউনিয়নের চেয়ারম্যান নিজাম উদ্দিন গভীর শোক প্রকাশ করেছেন।

বাংলাদেশ সময়: ১০০৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।