মঙ্গলবার (১৩ আগস্ট) ভোরে মরদেহটি উদ্ধার করা হয়। আলী একই উপজেলার আশরাফপুর গ্রামের হারান আলীর ছেলে।
মেহেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) পলাশ বাংলানিউজকে জানান, গত শনিবার (১০ আগস্ট) রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ ছিলেন আলী। মঙ্গলবার ভোরে ওই ঘাট থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে জানা গেছে, আলী প্রবাসে থাকাকালে তার স্ত্রী পরকীয়ার জের ধরে অন্যত্র চলে যান। কয়েক বছর আগে তিনি দেশে ফিরেন এবং মানসিক ভারসাম্য হারিয়ে পথে পথে ঘুরে বেড়াতেন।
বালাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
এসআরএস