মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টা দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাট সূত্র এ তথ্য জানায়।
সূত্র জানায়, সকাল থেকে পদ্মা উত্তাল হয়ে উঠে।
সূত্রের বরাত দিয়ে আরও জানা গেছে, সকাল থেকে বাতাস ও বৃষ্টির কারণে পদ্মা উত্তাল হয়ে উঠেছে। ঢেউ ও স্রোতের কারণে নৌযান চলাচল ব্যহত হওয়ায় দুর্ঘটনা এড়াতে বন্ধ রাখা হয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল।
এদিকে ফেরি ঘাট কর্তৃপক্ষ জানায়, পদ্মা উত্তাল থাকায় ডাম্প ফেরি চলাচল বন্ধ রয়েছে। তবে রো-রোসহ কয়েকটি ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বাংলানিউজকে বলেন, আবহাওয়া ঠিক না হওয়া পর্যন্ত নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে কিছু সংখ্যক ফেরি চলাচল করছে।
বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
এসআরএস