বেনাপোল (যশোর): কোরবানির পশুর চামড়া ভারতে পাচাররোধে বেনাপোলের বিভিন্ন সীমান্ত পথে কড়া নজরদারি রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি বলেন, বেনাপোলের গাতিপাড়া, পুটখালী, দৌলতপুরসহ বিভিন্ন সীমান্তে পথ দিয়ে যেন কোরবানির পশুর চামড়া ভারতে পাচার হতে না পারে, তার জন্য কড়া নজরদারিসহ বাড়ানো হয়েছে গোয়েন্দা তৎপরতা।
এছাড়া টহলরত বিজিবি সদস্যদের সার্বক্ষণিক সতর্কাবস্থায় থাকতে বলা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
এসআরএস
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।