মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা ১১টার দিকে চকবাজার পশ্চিম ইসলামবাগ এলাকার একটি বাড়ির চার তলা ছাদ থেকে নারী মরদেহ উদ্ধার করা হয়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোরহাব হোসেন বাংলানিউজকে জানান, পুলিশ সংবাদ পেয়ে পশ্চিম ইসলামবাগ একটি বাড়ির চারতলার ছাদের ফ্লোর থেকে অজ্ঞাত ওই নারীর মরদেহ উদ্ধার করে।
মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। তবে, ধারণা করা হচ্ছে ওই নারীকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তার নাম ঠিকানা এখনো জানা যায়নি। নাম ঠিকানা জানার চেষ্টা করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
এজেডএস/এএটি