মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে নৌকা ডুবির এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জহুরা খাতুন ও আমেন খাতুন।
সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত বাংলানিউজকে জানান, প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে একটি নৌকা যমুনা নদী পাড় হয়ে কালিতলার দিকে যাচ্ছিলো। এ সময় নৌকার তলা ফেটে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এতে পানিতে ডুবে নৌকার দুই নারী যাত্রীর মৃত্যু হয়। তিনজন যাত্রী নিখোঁজ রয়েছেন। বাকিরা নদী সাঁতরে নিরাপদে উঠতে পেরেছেন।
এছাড়া নিখোঁজ যাত্রীদের উদ্ধারে নানাভাবে তৎপরতা চালানো হচ্ছে বলেও জানান এসআই সুব্রত।
বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
এমবিএইচ/এএটি