ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

যমুনায় নৌকা ডুবে ২ নারীর মৃত্যু, নিখোঁজ ৩

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
যমুনায় নৌকা ডুবে ২ নারীর মৃত্যু, নিখোঁজ ৩

বগুড়া: বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় যমুনা নদীতে যাত্রীবাহী নৌকার তলা ফেটে পানিতে ডুবে দুই নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন আরও তিন যাত্রী।

মঙ্গলবার (১৩ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে নৌকা ডুবির এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জহুরা খাতুন ও আমেন খাতুন।

তবে নিখোঁজ তিনজনের নাম-পরিচয় জানা যায়নি।

সারিয়াকান্দি থানার উপ-পরিদর্শক (এসআই) সুব্রত বাংলানিউজকে জানান, প্রায় ৫০ থেকে ৬০ জন যাত্রী নিয়ে একটি নৌকা যমুনা নদী পাড় হয়ে কালিতলার দিকে যাচ্ছিলো। এ সময় নৌকার তলা ফেটে মাঝ নদীতে নৌকাটি ডুবে যায়। এতে পানিতে ডুবে নৌকার দুই নারী যাত্রীর মৃত্যু হয়। তিনজন যাত্রী নিখোঁজ রয়েছেন। বাকিরা নদী সাঁতরে নিরাপদে উঠতে পেরেছেন।

এছাড়া নিখোঁজ যাত্রীদের উদ্ধারে নানাভাবে তৎপরতা চালানো হচ্ছে বলেও জানান এসআই সুব্রত।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
এমবিএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।