মঙ্গলবার (১৩ আগস্ট) সকালে সাতক্ষীরা শহরের কুখরালি গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় ওই মাদ্রাসাছাত্রীকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওই মাদ্রাসাছাত্রী বাবা শেখ মহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, নাহিদ আমার মেয়েকে প্রায় উত্ত্যক্ত করতো। বিষয়টি নাহিদের বাবাকে জানালে সে আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। এরমধ্যে কয়েকদিন আগে আমার মেয়েকে ছেলে পক্ষ দেখতে আসে। বিষয়টি জানার পর নাহিদ সকালে আমার বাড়ির ঘরে ঢুকে ব্লেড দিয়ে মেয়ের মুখে আঘাত করে। পরে গুরুতর অবস্থায় তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তার মুখে পাঁচটি সেলাই দিতে হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, ঘটনাটি শুনেছি। তবে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
এনটি