মঙ্গলবার (১৩ আগস্ট) দুপুরে উপজেলার বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সিয়াম ঝিনাইদহ পৌর এলাকার মসজিদপাড়া এলাকার আব্দুস সালামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঈদের ছুটিতে নানা বাড়ি বাঁশবাড়িয়ায় বাবা-মায়ের সঙ্গে বেড়াতে আসে সিয়াম। দুপুরে রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল সিয়ামকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় সে। পরে তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মোটরসাইকেল চালক নাজমুল হোসেনকে আটক করে পুলিশে সোপর্দ করে স্থানীয়রা।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি বাংলানিউজকে জানান, মোটরসাইকেলসহ চালক বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
আরআইএস/