এ উপলক্ষে ঝালকাঠি জেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি শোকর্যালি বের হয়।
র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে শেষ হয়।
এরপর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। পরে ১৫ আগস্টের শহীদদের স্মরণে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে জেলা জজশিপ, জেলা পুলিশ, জেলা আওয়ামী লীগ, পৌরসভাসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং স্কুল-কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
এমএস/ওএইচ/