ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে সড়কের ওপর ট্রেন বিকল, তীব্র যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
নারায়ণগঞ্জে সড়কের ওপর ট্রেন বিকল, তীব্র যানজট ফাইল ফটো

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কের ওপর ট্রেন বিকল হয়ে পড়ায় দুই পাশে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।
 

বৃহস্পতিবার (১৫ আগস্ট) দুপুর ১টার দিকে এ ঘটনা ঘটে। দুপুর আড়াইটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বিকল ট্রেনটি সড়কের ওপরই রয়েছে।

 

চাষাঢ়া রেলস্টেশনের মাস্টার আমেনা আক্তার বাংলানিউজকে বলেন, দুপুর ১২টা ২০ মিনিটে কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনটি ১টা ৭ মিনিটে চাষাঢ়া স্টেশন ছেড়ে কেন্দ্রীয় স্টেশনে যাওয়ার পথে বিকল হয়ে পড়ে। ওই সময় ট্রেনের দুই পাশে ব্যারিয়ার ফেলা ছিল।  ট্রেনটি বিকল হওয়ায় ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। বিকল্প ইঞ্জিন আসলেই ট্রেনটি সরিয়ে নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫০৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।