ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৩ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
ফরিদপুরে মোটরসাইকেলের ধাক্কায় এক ব্যক্তির মৃত্যু

ফরিদপুর: ফরিদপুরের সদরপুর উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুস ছাত্তার মোল্লা (৩০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালক দেলোয়ার তালুকদার আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার বাবুরচর-চন্দ্রপাড়া আঞ্চলিক সড়কের কাচারীডাঙ্গী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

মৃত আব্দুস ছাত্তার মোল্লা উপজেলার ঢেউখালী ইউনিয়নের চরকুমুরিয়া গ্রামের গফুর মোল্লার ছেলে।

আহত মোটরসাইকেল চালক দেলোয়ার তালুকদার একই ইউনিয়নের চরব্রাহ্মনদী গ্রামের আমজাদ তালুকদারের ছেলে।  

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান বাংলানিউজকে জানান, আব্দুস ছাত্তারের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের স্বজনেরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।