নিহতরা হলেন- নাজমুন নাহার (৪০), রফিকুজ্জামান (৪৫), নাদিম (২৫) ও রওকন (১৫)।
শুক্রবার (১৬ আগস্ট) সকাল সোয়া ১১টার দিকে উপজেলার রামগোপালপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গৌরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম বাংলানিউজকে জানান, বাস ও প্রাইভেটকারটি ময়মনসিংহের দিকে যাচ্ছিল। পথিমধ্যে রামগোপালপুর এলাকায় পৌঁছালে বাসটি ওভারটেক করতে গিয়ে প্রাইভেটকারে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই এক নারীর মৃত্যু হয়। আহত হন আরও চারজন। আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল পাঠানো হয়। সেখানে তিনজন মারা যান।
মমেক হাসপাতালের উপ-পরিচালক লক্ষ্মী নারায়ণ মজুমদার জানান, আহতাবস্থায় চারজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এখান আনার পর তাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে। বাকি জন চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
এমএএএম/ওএইচ/