রাহেলা খাতুন নাচোল সদর ইউনিয়নের আমজোয়ান গ্রামের আবুল হোসেনের মেয়ে। তিনি স্বামী পরিত্যক্তা ছিলেন।
শুক্রবার (১৬ আগস্ট) সকালে নাচোল সদর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস ছালাম বিষয়টি বাংলানিউজকে জানিয়েছেন।
তিনি জানান, পেটের পীড়া সইতে না পেরে শুক্রবার বাড়ির প্রাচীরের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন রাহেলা। খবর পেয়ে নাচোল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট করেছে।
নাচোল থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মিন্টু রহমান জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হবে।
বাংলাদেশ সময়: ১২৪০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
ওএইচ/