ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ার মিরপুরে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
কুষ্টিয়ার মিরপুরে বাস খাদে পড়ে নারী নিহত, আহত ১৫

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের বালুচর মোড় এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হোসনেয়ারা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী। 

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরের দিকে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। হোসনেয়ারা একই উপজেলার কুশা ইউনিয়নের হাউসপুর গ্রামের রিয়াজুল ইসলামের স্ত্রী।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) আব্দুল আলিম বাংলানিউজকে জানান, দুপুরের দিকে কুষ্টিয়া থেকে চুয়াডাঙ্গাগামী যাত্রীবাহী একটি বাস বালুচর মোড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে উল্টে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বাসযাত্রী ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন যাত্রী।  

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় হতাহতদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়। আহতরা হাসপাতালটিতে চিকিৎসাধীন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।