এ সময় ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি বন্দুক, দুই রাউন্ড তাজা কার্তুজ ও পাঁচ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
নিহত মাদক কারবারি হলেন হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার আনোয়ার হোছনের ছেলে মো. বাবুল (৩৫)।
টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ বাংলানিউজকে জানান, শুক্রবার ভোরে উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার বার্মা কলোনি পাহাড়ে মাদক উদ্ধার অভিযানে যায় টেকনাফ থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীদের একটি গ্রুপ পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এক পর্যায়ে পুলিশও পাল্টা গুলি চালালে মাদক কারবারিরা পিছু হটে।
ওসি জানান, এ ঘটনায় এসআই মো. বাবুল (৩৩), কনস্টেবল মো. আজিজ (২৩) ও রয়েল বড়ুয়া (২৩) আহত হন। পরে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ এক ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে কক্সবাজার হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয়। যার নাম পরে মো. বাবুল বলে জানা যায়।
বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
এসবি/জেডএস