শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার খানপুর ইটভাটা সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
রুবাইয়া শ্রীরামপুর গ্রামের রবিউল ইসলাম গাজীর মেয়ে।
শিশুটির চাচি নাছিমা বাংলানিউজকে জানান, বাবা-মার সঙ্গে আত্মীয়ের বাড়িতে যাওয়ার সময় খানপুর পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ইঞ্জিন ভ্যানটি উল্টে যায়। এ সময় রাস্তার পাশের ডোবার পানিতে ডুবে যায় রুবাইয়া। দ্রুত শিশুটিকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত মেডিক্যাল অফিসার ডা. ওমর ফারুক মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১৬৪৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
এনটি