শুক্রবার (১৬ আগস্ট) সকালে শ্যামগঞ্জ-সুসং-দুর্গাপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
রতন একই উপজেলার জারিয়া ইউনিয়নের ছনধরা পশ্চিমপাড়া গ্রামের সিরাজ খাঁ’র ছেলে।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মিজানুর রহমান বাংলানিউজকে জানান, পূর্বধলা বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রতন ও রমজান।
পথে আতকাপাড়া এলাকায় ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই রতনের মৃত্যৃ হয় এবং গুরুতর আহতাবস্থায় রমজানকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়।
ঘাতক বাসটি জব্দ করলেও চালক পলাতক রয়েছেন বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
এসআরএস