শুক্রবার (১৬ আগস্ট) চন্দ্রিমা উদ্যান ঘুরে দেখা গেছে এমন চিত্র।
সুনীতি চাকমা রাঙ্গামাটি থেকে চন্দ্রিমা উদ্যানে ঘুরতে এসেছেন পরিবার নিয়ে।
মোহাম্মদপুর থেকে ঘুরতে এসেছেন বেসরকারী প্রতিষ্ঠানের চাকরিজীবী পিউস দিও। তিনি বলেন, আমার ছেলে-মেয়েদের নিয়ে এখানে ঘুরতে এসেছি। এবার দূরে কোথাও ঘুরতে যাইনি। এখানে অনেক খোলামেলা জায়গা। বাচ্চারা দৌড়াদৌড়ি করতে পারে, খেলতে পারে। ওদের (বাচ্চাদের) জন্য এখানে আসা।
কাজীপাড়া থেকে পরিবার নিয়ে ঘুরতে এসেছেন মো. নাসিরুল আলম। তিনি বলেন, নানা ব্যস্ততায় এবারের ঈদে তেমন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। ঘুরতে না যাওয়ার আরও একটি কারণ ছিল এবারের ঈদে বৃষ্টি। এখানে এসে দেখছি আমার মতো অনেকেই এখানে ঘুরতে এসেছে। ভালোই লাগছে পরিবারকে নিয়ে ঘুরতে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহবুব হাসান চৌধুরী বাংলানিউজকে বলেন, সব সময় ক্যাম্পাসে থাকা হয় ক্লাস আর পরীক্ষার জন্য। এবারের ঈদে আমি বাড়ি যাইনি। আমার সব বন্ধুরাই বাড়ি গেছে। ব্যক্তিগত কারণে যাওয়া হয়নি। একা একা ভালো লাগছিল না তাই এখানে ঘুরতে চলে এলাম।
বাংলাদেশ সময়: ১৮৪৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
এমএমআই/এইচএডি