ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

ঢাকা-দিল্লির সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৬ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
ঢাকা-দিল্লির সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছেছে

ঢাকা: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নরেন্দ্র মোদীর নেতৃত্বে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে বলে মন্তব্য করেছেন ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী।

শুক্রবার (১৬ আগস্ট) নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজের (এনডিসি) ৫৯তম এনডিসি কোর্সে অংশ নেওয়া অফিসারদের উদ্দেশ্যে ‘বাংলাদেশ-ভারত সম্পর্কের কাঠামো: সুযোগ ও চ্যালেঞ্জ’ শীর্ষক বক্তব্য রাখাকালে তিনি এ মন্তব্য করেন।

সৈয়দ মোয়াজ্জেম আলী বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্ক পারস্পরিক আস্থা, বিশ্বাস ও মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোকে প্রাধান্য দিয়ে আসছে।

 

হাইকমিশনার বলেন, বাংলাদেশ-ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এতটাই সৌহার্দ্যপূর্ণ যে, দুই দেশ প্রতিবেশী কূটনীতির রোল মডেল হিসেবে আত্মপ্রকাশ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই ঘনিষ্ঠ প্রতিবেশীর মধ্যে পারস্পরিক আস্থা পুনরুদ্ধার করেছেন ও দ্বিপাক্ষিক সম্পর্কে পরিবর্তন এনেছেন।

ভারতের পাশাপাশি এই কোর্সে বাংলাদেশ, আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ভুটান, ব্রাজিল, মিশর, ইন্দোনেশিয়া, জাপান, কেনিয়া, মালয়েশিয়া, মঙ্গোলিয়া, মিয়ানমার, নেপাল, নাইজেরিয়া, ওমান, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের প্রতিনিধিরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
টিআর/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।