ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
সুন্দরগঞ্জে বজ্রপাতে ছেলের মৃত্যু, বাবা আহত

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জে বজ্রপাতে রফিকুল ইসলাম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার বাবা আবু তালেব (৫০) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার তারাপুর ইউনিয়নের নিজাম খাঁ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রফিকুল নিজাম খাঁ গ্রামের আবু তালেবের ছেলে।

স্থানীয়রা জানায়, দুপুরে বাবা-ছেলে বাড়ির কাছে তিস্তা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশের খালে পাট জাগ দিচ্ছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছেলে রফিকুলের মৃত্যু ও তার বাবা আবু তালেব গুরুতর আহত হন।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আব্দুস সোবহান বাংলানিউজকে জানান, আবু তালেবকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।