শুক্রবার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার তারাপুর ইউনিয়নের নিজাম খাঁ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। রফিকুল নিজাম খাঁ গ্রামের আবু তালেবের ছেলে।
স্থানীয়রা জানায়, দুপুরে বাবা-ছেলে বাড়ির কাছে তিস্তা নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের পাশের খালে পাট জাগ দিচ্ছিলেন। এ সময় বজ্রপাতে ঘটনাস্থলেই ছেলে রফিকুলের মৃত্যু ও তার বাবা আবু তালেব গুরুতর আহত হন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আব্দুস সোবহান বাংলানিউজকে জানান, আবু তালেবকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
এনটি