শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে লাগা আগুন নিয়ন্ত্রণে প্রাথমিক ১২ ইউনিট কাজ শুরু করে। পরে আগুনের ভয়াবহতায় তা একে একে বেড়ে ২০ ইউনিটে পৌঁছায়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার এরশাদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
প্রাথমিক কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর জানা যায়নি। পাওয়া যায়নি অগ্নিকাণ্ডের কারণ।
আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাশাপাশি এলাকাবাসীও কাজ করছেন। অগ্নিকাণ্ডের আশপাশের এলাকায় বিদ্যুৎ, গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।
বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
এমএমআই/এসএইচএস/পিএম/এজেডএস/জেডএস