শুক্রবার (১৬ আগস্ট) বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবালয় উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট।
শিবালয় উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. জাকির হোসেন বাংলানিউজকে বলেন, অতিরিক্ত ভাড়া আদায়, ফিটনেস ও লাইসেন্সবিহীন, আদেশ অমান্যসহ বিভিন্ন অপরাধে নীলাচল, যাত্রীসেবা, আশুলিয়া ক্লাসিক, স্বপ্ন পরিবহন, গুলিস্তান-ধামরাই, সেলফি পরিবহন, পলাশ পরিবহন, এনএনবি পরিবহন, লাক্সারি এনএনবি, স্বপ্ন পরিবহনসহ ১৭টি পরিবহনকে বিভিন্ন অপরাধে ৬২৫০০ টাকা জরিমানা করা হয়।
যাত্রী হয়রানি বন্ধে এবং অতিরিক্ত ভাড়া আদায় প্রতিরোধে উপজেলা প্রশাসনের মোবাইল কোর্ট নিয়মিত চলবে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ২১০৪ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
এনটি