তিনি বলেন, নিহতের বিষয়ে আমরা এখনও নিশ্চিত নই। এখন আমাদের প্রথম দায়িত্ব আগুন নিয়ন্ত্রণে আনা।
তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্তদের থাকা-খাওয়ার ব্যবস্থা করার জন্য সিটি করপোরেশনকে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
নাশকতা কিনা- প্রশ্নের জবাবে তিনি বলেন, তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এখনও তদন্ত কমিটি প্রাথমিকভাবে গঠন করা হয়নি, আগে আগুন নিয়ন্ত্রণে আনা আমাদের প্রধান কাজ।
শুক্রবার (১৬ আগস্ট) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে রূপনগর থানাধীন আল আরাবিয়া জামে মসজিদ ও মাদ্রাসার পেছনের বস্তিতে। রাত ১১টা পর্যন্ত ৭০ শতাংশ আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যায়।
***আমার যতটুকু সাধ্য আছে সহায়তা করবো: ইলিয়াস মোল্যা
***মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে ২০ ইউনিট
***পানি সংকট, আগুন নেভাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস
***আমার যতটুকু সাধ্য আছে সহায়তা করবো: ইলিয়াস মোল্যা
বাংলাদেশ সময়: ২৩০৫ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
পিএম/এএ