শুক্রবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তিনি একথা জানান।
তিনি বলেন, এখন পর্যন্ত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে তিনজন হলেন- রফিক, কবির (৩৫) ও হাবিব (১৯)। মিরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
***২৪ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, নিভেছে ৭০ শতাংশ
***আগুন নিয়ন্ত্রণে উৎসুক জনতাই সবচেয়ে বড় বাধা
***ছাই হওয়ার পথে প্রায় সাড়ে ৩ হাজার ঘর
***আমার যতটুকু সাধ্য আছে সহায়তা করবো: ইলিয়াস মোল্যা
***মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে ২০ ইউনিট
***পানি সংকট, আগুন নেভাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস
***আহতদের চিকিৎসাব্যয় ডিএনসিসি বহন করবে: আতিক
বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
পিএম/এএ