ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

সব পুড়িয়ে নিভলো আগুন, আহত ৪

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৫ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
সব পুড়িয়ে নিভলো আগুন, আহত ৪ প্রায় ৪ ঘণ্টা পর নিভেছে আগুন

ঢাকা: মিরপুর ঝিলপাড় বস্তির আগুন প্রায় চার ঘণ্টার চেষ্টায় নেভানো হয়েছে। এখন ডাম্পিংয়ের কাজ চলছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপ-পরিচালক দেবাশিষ বর্ধন।

শুক্রবার (১৬ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে তিনি একথা জানান।  

তিনি বলেন, এখন পর্যন্ত চারজন আহত হওয়ার খবর পাওয়া গেছে, যাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

পুড়ে যাওয়া পুরো এলাকায় ফায়ার সার্ভিস কর্মীরা তল্লাশি চালাচ্ছে।

আহতদের মধ্যে তিনজন হলেন- রফিক, কবির (৩৫) ও হাবিব (১৯)। মিরপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

***২৪ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে, নিভেছে ৭০ শতাংশ
***
আগুন নিয়ন্ত্রণে উৎসুক জনতাই সবচেয়ে বড় বাধা
***ছাই হওয়ার পথে প্রায় সাড়ে ৩ হাজার ঘর
***আমার যতটুকু সাধ্য আছে সহায়তা করবো: ইলিয়াস মোল্যা
***মিরপুরে বস্তির আগুন নিয়ন্ত্রণে ২০ ইউনিট
***
পানি সংকট, আগুন নেভাতে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিস

***আহতদের চিকিৎসাব্যয় ডিএনসিসি বহন করবে: আতিক
বাংলাদেশ সময়: ২৩৫০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
পিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।