শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা ৭টা ২২ মিনিটে ঝিলপাড় বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
পল্লবী থানার অপারেশন অফিসার মো. আবদুল মাবুদ বাংলানিউজকে বলেন, সব সময়ই আগুন লাগলে উৎসুক জনতার কারণে আগুন নিয়ন্ত্রণে বিলম্ব হয়।
তিনি বলেন, ডিসি স্যারের নির্দেশে মিরপুর বিভাগের সব থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য এসেছে।
ঘটনাস্থলে দায়িত্বরত ফায়ার সার্ভিস, পুলিশ ও অন্যান্য সংস্থার সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সারা রাত বস্তি এলাকায় কাজ করবেন তারা। যদি আগুনের আরও কোনো উৎস পাওয়া যায় নেভাতে কাজ করবেন তারা।
এছাড়া ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে ঘটনাস্থলে রয়েছে রোভার স্কাউট, রেডক্রিসেন্ট ও বিএনসিসি সদস্যরা।
বাংলাদেশ সময়: ০১৪৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এমএমআই/এসএইচএস/এএ