ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

কামারখন্দে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
কামারখন্দে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০ সিরাজগঞ্জের মানচিত্র

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কামারখন্দে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ বাসযাত্রী আহত হয়েছেন।

শুক্রবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে উপজেলার ঝাঐল ওভারব্রিজের পশ্চিম পাশে এ দুর্ঘটনা ঘটে।  

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর মো. হামিম বাংলানিউজকে জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী নাফিসা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ১০ জন বাসযাত্রীকে আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর বলে জানান তিনি।  

বাংলাদেশ সময়: ২২৪০ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।