ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে মাদকসহ আটক তিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৭ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
মানিকগঞ্জে মাদকসহ আটক তিন আটক ৩ মাদক ব্যবসায়ী

মানিকগঞ্জ: মাদকবিরোধী অভিযান চালিয়ে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩৩৬ ক্যান বিয়ারসহ তিন মাদকব্যবসায়ীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার (১৬ আগস্ট) রাতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়।  

আটকরা হলেন- বরিশালের গোবিন্দপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে রফিকুল ইসলাম, নড়াইল জেলার কালাইডাঙ্গা গ্রামের খলিলুর রহমানের ছেলে আরিফুল ইসলাম ও বরগুনা জেলার তালবাড়ি বলইবুনিয়া গ্রামের মৃত ফারুক হোসেনের ছেলে বেল্লাল হোসেন।

মানিকগঞ্জ পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) হামিদুর রহমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে প্রাইভেটকারসহ তিনজন মাদক ব্যবসায়ীকে আটক করে গোয়েন্দা পুলিশ। এরা তিনজনই মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তাদের কাছ থেকে ৩৩৬ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। যার বর্তমান বাজার মূল্য ১ লাখ ৬৮ হাজার টাকা।

আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৪৪৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।