শনিবার (১৭ আগস্ট) ভোরে বিস্ফোরণের এ ঘটনা ঘঠে। দগ্ধরা হলেন- নূর মোহাম্মদ (৮০), ইয়াকুব আলী মন্ডল (৬০) ও আকলিমা খাতুন (৫০)।
পুলিশ ও স্থানীয়রা জানান, কাথরা মন্ডলবাড়ি এলাকার ইয়াকুব আলী মন্ডলের বাড়িতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন জন দগ্ধ হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতাল নিয়ে যান। তবে কী বিস্ফোরণে তারা দগ্ধ হয়েছেন সে বিষয়ে প্রাথমিক কোনো তথ্য জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, তিন জনকে দগ্ধ অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে নূর মোহাম্মদ ২৫ শতাংশ, ইয়াকুব আলী মন্ডল ১০০ শতাংশ ও আকলিমা খাতুন ৯৫ শতাংশ পুড়ে গেছে। তাদের দুই জনের অবস্থা আশঙ্কাজনক।
বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯ (আপডেট)
আরএস/জেডএস