প্রতীকী ছবি
গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গী বৌবাজার এলাকায় ট্রেনের ধাক্কায় এক নারী নিহত হয়েছেন। নিহতের পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর।
শনিবার (১৭ আগস্ট) সকালে মরদেহ উদ্ধার করে পুলিশ।
টঙ্গী রেলওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, টঙ্গী বৌবাজার এলাকায় শনিবার রাতের কোনো এক সময় ট্রেনের ধাক্কায় ওই নারী ঘটনাস্থলেই মারা যান।
সকালে স্থানীয়রা মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় জানা যায়নি। মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
আরএস/এইচএডি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।