শনিবার (১৭ আগস্ট) সকালে মাগুরায়-শ্রীপুর সড়কে এ দুঘটনা ঘটে। জিয়া জেলার কালুখালী উপজেলার কালুখালী গ্রামের জব্বার মিয়ার ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবর রহমান বাংলানিউজকে বলেন, ঢাকা যাওয়ার উদ্দেশে শৈলকুপাগামী রাসেল পরিবহনের যাত্রীবাহী বাস বরিশাট এলাকায় কালুখালী থেকে আসা একটি মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী জিয়ার মৃত্যু হয় এবং পেছনে বসে থাকা সামছুজ্জামান গুরুত্বর আহত হন।
ঘাতক বাসটি জব্দসহ চালককে আটকের চেষ্টা চলছে। আহত সামছুজ্জামান মাগুরা সদর হাসপাতালে চিকিৎসাধীন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এসআরএস