শনিবার (১৭ আগস্ট) বেলা সাড়ে ১২টার দিকে শিবচরের কাঁঠালবাড়ী ফেরিঘাট ঘুরে দেখা যায়, ফেরির তিনটি ঘাটেই পরিবহনের সংখ্যা কম। ভোর থেকে ঘণ্টা দুয়েক ফেরিঘাটে পরিবহন দেখা গেলেও দুপুরের পর থেকে প্রায় ফাঁকা হয়ে গেছে ফেরিঘাটগুলো।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, আবহাওয়া স্বাভাবিক থাকায় ফেরি চলাচলও স্বাভাবিক রয়েছে। ফলে সকালের দিকে ঘাটে আটকে থাকা পরিবহনগুলো পার হয়ে গেছে। দুপুরের দিকে ফেরির তিনটি ঘাটেই তেমন কোনো পরিবহন নেই। তবে ২নং ঘাটে রোরো ফেরিতে কিছু কিছু যাত্রীদের পার হচ্ছে।
ফেরিঘাট সূত্রে জানা যায়, কাঁঠালবাড়ী ফেরিঘাটে দুপুর থেকে পরিবহনের কোনো চাপ নেই। ১৭টি ফেরি নিয়মিত চলাচল করছে। ঘাট এলাকায় কোনো দুর্ভোগ নেই।
অন্যদিকে, কাঁঠালবাড়ী ঘাটে লঞ্চ ও স্পিডবোটে যাত্রীদের চাপ বাড়ছেই। নৌযানগুলোতে যাত্রীদের চাপ নিয়ন্ত্রণে ঘাট এলাকায় রয়েছে প্রশাসনের কর্মকর্তারা।
বিআইডব্লিউটিসি’র কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া বাংলানিউজকে জানান, দুপুর থেকেই ফেরিতে চাপ নেই। কাঁঠালবাড়ী ঘাটের তিনটি ফেরিঘাটেই তেমন কোনো পরিবহন নেই। সব মিলিয়ে স্বাভাবিক রয়েছে ফেরিঘাট।
বাংলাদেশ সময়: ১২৫৪ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এনটি