ঢাকা, রবিবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ শাবান ১৪৪৬

জাতীয়

জমি সংক্রান্ত বিরোধে শিশুর গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
জমি সংক্রান্ত বিরোধে শিশুর গলা কেটে হত্যা

কিশোরগঞ্জ: জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কিশোরগঞ্জের হাওরের অষ্টগ্রাম উপজেলায় ওয়াসিম নামে দুই বছরের একটি শিশুকে গলা কেটে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (১৭ আগস্ট) সকালে উপজেলার কলমা ইউনিয়নের ডালারকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ওয়াসিম ওই গ্রামের আব্দুল ওয়াদুদ মিয়ার ছেলে।

অষ্টগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার এসএম আজিজুল হক বাংলনিউজকে জানান, সকালে বাড়ির জায়গা নিয়ে বিরোধের জের ধরে আব্দুর রাজ্জাকসহ তার ছেলেরা ঘরে একা পেয়ে দুই বছরের শিশু ওয়াসিমকে গলা কেটে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আব্দুর রাজ্জাক, আলকাছ মিয়া, সাইফুল, সৃজন ও কাউস নামে পাঁচজনকে আটক করে পুলিশ।  

শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।