শনিবার (১৭ আগস্ট) দুপুরে বাজারের ব্যবসায়ীরা হামলার ঘটনা স্থানীয় সংবাদিকদের জানিয়ে উদ্বেগ প্রকাশ করেন ও জড়িতদের শাস্তির দাবি জানান।
এর আগে (১৬ আগস্ট) সন্ধ্যায় হাজিরহাট বাজারে ব্যবসায়ীর ওপর হামলা করা হয়।
আহত ব্যবসায়ী নিজাম চর ফলকন গ্রামের আহম্মদ আলী চৌকিদার বাড়ির কালা মিয়ার ছেলে।
তিনি হাজিরহাট বাজারের রড-সিমেন্টের ব্যবসায়ী। অভিযুক্ত হোসেন একই গ্রামের ছাকায়েত উল্লাহর ছেলে।
আহত নিজামের মামা কবির হোসেন বাংলানিউজকে জানান, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে তার ভাগিনার ওপর হামলা চালায় সন্ত্রাসী হোসেন ও তার সহযোগী খোকন, ফারুকসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজন। এ সময় তারা ৭৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. সোলাইমান বাংলানিউজকে বলেন, ব্যবসায়ীকে মারধর করার ঘটনা শুনেছি। এ ঘটনায় অভিযোগ দায়ের করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, আগস্ট ১৭, ২০১৯
এসআর/এএটি